তরুণ প্রতিভা সিএসএম মোহাসিন আলম: প্রযুক্তির জগতে এক উদীয়মান নাম

🌐 তরুণ প্রতিভা সিএসএম মোহাসিন আলম: প্রযুক্তির জগতে এক উদীয়মান নাম

— নিজস্ব প্রতিবেদক


সিএসএম মোহাসিন আলম | Frontend Developer ও Designer

বাংলাদেশের তরুণ প্রজন্মের ভেতর থেকে উঠে আসছে একের পর এক প্রতিভা। তাদের মধ্যেই অন্যতম সিএসএম মোহাসিন আলম, মাগুরা জেলার শালিখা উপজেলার আরপাড়ার এক মেধাবী ও উদ্যমী তরুণ, যিনি অল্প বয়সেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন Frontend Developer ও Creative Designer হিসেবে।

২০০৭ সালের ৩ ফেব্রুয়ারি জন্ম নেওয়া মোহাসিন বর্তমানে আরপাড়া সদর আলিম মাদরাসাআলিম প্রথম বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি প্রযুক্তি ও ওয়েব ডেভেলপমেন্টে তাঁর গভীর আগ্রহ তাঁকে নিয়ে গেছে আলাদা উচ্চতায়। মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি সম্পন্ন করেছেন ২০টিরও বেশি ওয়েব প্রজেক্ট, যা প্রমাণ করে তাঁর দৃঢ় মনোবল ও পরিশ্রমের মান।

তাঁর কাজের ক্ষেত্রজুড়ে রয়েছে HTML, CSS, JavaScript, Python, C, এবং C++–এর মতো প্রোগ্রামিং ভাষা। ওয়েবসাইট ডিজাইন, সমস্যা সমাধান ও লজিক্যাল চিন্তায় তাঁর বিশেষ দক্ষতা রয়েছে, যা তাঁকে একজন বহুমুখী প্রযুক্তিবিদ হিসেবে পরিচিত করেছে।

🎯 নেতৃত্বের ক্ষেত্রেও তিনি এগিয়ে — বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আরপাড়া ইউনিয়নের ছাত্রকল্যাণ ও অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিগত জীবনে মোহাসিন একজন শান্ত-স্বভাবের, চিন্তাশীল ও পরিশ্রমী তরুণ। তাঁর উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, ওজন ৫৩ কেজি, এবং তিনি A+ রক্তের গ্রুপের অধিকারী। ধর্মে মুসলিম এই তরুণের মাতৃভাষা বাংলা, পাশাপাশি ইংরেজিতেও তাঁর দক্ষতা প্রশংসনীয়।

অবসরে তিনি প্রোগ্রামিং, ইউটিউব কনটেন্ট তৈরি, গল্পপাঠ ও সাইক্লিং করতে ভালোবাসেন। প্রযুক্তি তাঁর নেশা, আর উদ্ভাবন তাঁর পছন্দ।

“প্রতিদিন নতুন কিছু শেখাই আমার অনুপ্রেরণা। আমি চাই, আমার কাজের মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তিতে এগিয়ে নিতে।” — সিএসএম মোহাসিন আলম

যোগাযোগের মাধ্যম:
📘 Facebook: facebook.com/Csm.mohasin
✉️ ইমেইল: [email protected]
💬 WhatsApp: +8801625891245
💭 Messenger: m.me/csm.mohasin

বাংলাদেশের তরুণ প্রযুক্তিপ্রেমীদের জন্য সিএসএম মোহাসিন আলম হতে পারেন এক অনন্য অনুপ্রেরণা — যিনি প্রমাণ করেছেন, নিষ্ঠা ও অধ্যবসায় থাকলে যেকোনো স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে।